♥.............................بسم الله الرحمن الراحيم ِ............................♥
Assalamu Alaikum Friends, how are you all hoping all are well. I said I will share one Hadith every day so today my second hadith. I hope everyone will read and get benefit.This Hadith is about the time of prayer.you will check this hadith first released in my weku ID. today I am presenting this Hadith with a little better present at steemit.Let's begin the hadith...?
حَدَثنا مُحَمَدُ بْنُ عَبْدِ اللهِ بن نمير . حَدّثنا أبي حَدَثنَا بَدربن عُثمَانَ ، حَدثنَا أبو بكر بن أبي مُوسى عَنْ أَبِيهِ عَنْ رَسُولِ اللهِ صلي الله عليه وسلم. أنّه أتاه سائل يسأله عَن مَواقيت الصَّلاةِ ، فَلَمْ يَرُدَّ عَلَيْهِ شَيْئا ، قال : فَأَقَامَ الْفجَرَ حِينَ انْشق الْفجَر ، وَالنّاس لا يَكادُ يَعُرف بَعْضهُمْ بَعْضًا.الاخر ط
- হযরত আবু মূসা আশআরী (রা.)থেকে বর্ণিত যে, একদা জনৈক ব্যক্তি রাসূল (সা.) এর নিকট এসে নামাজের ওয়াক্ত সম্পর্কে জিজ্ঞেস করলাে । রাসূল (সা.) তার কোনাে উত্তর দিলেন না । বর্ণনাকারী বলেন ( রাসূল (সা.) হযরত বিলাল (রা.) কে আদেশ দিলেন ) অত : পর তিনি ফজরের ইকামাত দিলেন যখন ফজর ( প্রভাত ) উদ্ভাসিত হলাে, অথচ লােকেরা একে অপরকে চিনতে পারছিলােনা । অত : পর তিনি তাকে আদেশ করলেন । এর পর তিনি যােহরের ইকামাত দিলেন যখন সূর্য ঢলে পড়লাে, আর লােকেরা বলাবলি শুরু করলাে, দ্বীপ্রহর হয়ে গেছে, আর তিনি ছিলেন তাদের চেয়ে অধিক জ্ঞাত । অত : পর রাসূল )(সা.) আদেশ করলেন, আর হযরত বিলাল (রা.) মাগরীবের ইকামাত দিলেন যখন সূর্য অস্তমিত হলাে । অত : পর রাসূল (সা.) হুকুম করলেন, আর হযরত বিলার (রা.) ইশার ইকামাত দিলেন, যখন শফক অদৃশ্য হয়ে গেলাে ।
- পরের দিন রাসূল (সা.) ফজরের নামাজ এতােবেশী বিলম্ব করলেন যে, তিনি নামাজ শেষ করে ফিরে যাওয়ার পর লােকেরা বলতে লাগলাে, সূর্য উদিত হয়ে গেছে বা উদিত হওয়ার উপক্রম হয়ে গেছে । অতঃপর তিনি যােহর এতাে বিলম্ব করলেন যে, আসরের সময় হয়ে গেলাে ।অতঃপর তিনি আসর এতাে বিলম্ব করলেন যে, তিনি নামাজ শেষ করে ফিরে যাওয়ার পর লােকেরা বলতে লাগলাে, সূর্য লাল হয়ে গেছে । অতঃপর তিনি শফক অদৃশ্য হওয়া পর্যন্ত মাগরিব বিলম্ব করলেন । অত : পর তিনি রাতের প্রথম তৃতীয়াংশ পর্যন্ত ইশা বিলম্ব করলেন । এর পর তিনি প্রভাত যাপন করলেন এবং প্রশ্নকারীকে ডেকে বললেন..? এ দু ' ওয়াক্তের মধ্যবর্তী সময়ই হলাে ( নামাজের ) সময় । ( মুসলিম - সালাত - ৬১৪ ) ,
☞☞………………………………………………※………………………………………………☜☜
ALL PHOTO CREATED BY @welcomes